ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এর আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও অরুন কৃষ্ণ পাল। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া প্রমূখ।
উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলাকায় নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করুন ও ও ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিকে বাদ দেওয়া। এ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকায় নতুন ভোটার দলভুক্তি করুন কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :