রংপুরের গংগাচড়ায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান মৃধা'র সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মোতাহ্সিম।
প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, যারা তথ্য সংগ্রহ করবেন অবশ্যই যথাযথ দায়িত্বের সাঙ্গে কাজ করবেন এবং প্রতিটি বাসায় ভালো খোঁজ নিবেন। নতুন করে কেউ ভোট লেখাবে কি না বা উপযুক্ত বয়স হয়েছে কি না, আশা করছি আপনাদের সহযোগিতায় নতুন করে এগিয়ে যাবে বাংলাদেশ।
দিনব্যাপি এই প্রশিক্ষণে ১০০ তথ্যসংগ্রহকারী ও ২৬ জন সুপারভাইজার সহ মোট ১২৬ জন অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :