Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে জরিমানা


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  জানুয়ারি ১৪, ২০২৫, ০১:৫০ পিএম কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে জরিমানা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গত সোমবার সন্ধ্যায় মহাদান ও কাওয়ামারা এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। 
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুণ কৃষ্ণ পাল ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের মহদান এলাকায় ইমরান হোসেন ও কাওয়ামারা এলাকায় বাবু ও সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল মহাদান ও কাওয়ামারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে বালু মহাল মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ইমরান হোসেনকে পঞ্চাশ হাজার টাকা, বাবু ও  সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা নির্দেশ প্রদান করেন। 
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাই ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে তিন ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা নির্দেশ করা হয়েছে।

Side banner