Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ধামরাইয়ে মহাসড়কে পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


দৈনিক পরিবার | ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানুয়ারি ১৪, ২০২৫, ০১:৩৭ পিএম ধামরাইয়ে মহাসড়কে পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। গত মঙ্গলবার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলা জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ডোবার কচুরি পানার মধ্যে ভাসমান লাশ দেখতে পেয়ে রমজান আলী লোকজনকে খবর দেয়। খবর পেয়ে এলাকার লোকজন এসে থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যাযনি বলে জানান তারা। পুলিশ জানায় লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ধামরাই থানার (ওসি তদন্ত) মোখলেছুর রহমান বলেন, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner