কুষ্টিয়ার কুমারখালীতে ছেলেকে মারধর কারণ জানতে গিয়ে হামলার শিকার হলেন মা। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের খয়েরচারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী জানান, গত রবিবার দুপুরে একই এলাকার সোবাহান মন্ডলের ছেলে ইয়াসিন মন্ডল (২০) তার ছেলে আলামিন হোসেন (১০) কে মারধর করে। বিষয়টি ইয়াসিনের পরিবারকে জানাতে গেলে ইয়াসিন ও তার বাবা-মা বাগবিতণ্ডায় জড়ায়, এবং এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনার সঠিক বিচার পেতে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
ইয়াসিনের চাচা মুকুল মন্ডল জানান, তার ভাতিজা ইয়াসিনের মাথায় সমস্যা আছে যেকারণে ধাক্কাধাক্কি অথবা মারপিটের ঘটনা ঘটতে পারে। তবে তার ভাই এবং ভাবির বিরুদ্ধে হামলার অভিযোগ তিনি অস্বীকার করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলাইমান শেখ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :