Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের সমাপ্তি


দৈনিক পরিবার | তিমির বনিক জানুয়ারি ১৩, ২০২৫, ০১:২৩ পিএম শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের সমাপ্তি

ক্ষুদ্র নৃ-জাতী গোষ্ঠীর বর্ণিল জীবন ও মেলবন্ধনের ‘হারমোনি ফেস্টিভ্যাল’ ২০২৫ আগামী বছর আবার শ্রীমঙ্গলে আয়োজন করার ঘোষনা দিয়ে সমাপ্তি হয়। পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজন করা হয় "হারমোনি ফেস্টিভ্যাল"। তিন দিনব্যাপী মনোমুগদ্ধকর এই উৎসবটি দারুণ ভাবে উপভোগ করেন আগত পর্যটক দর্শনার্থীরা।
শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা মেলবন্ধনে এ আয়োজন রোববার রাত সাড়ে নয়টার দিকে সমাপ্তি করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমাপনী বক্তব্যের পর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, '২০২৬ সালের জানুয়ারীর শেষ সপ্তাহে গোছালো এবং বৃহৎ পরিসরে আয়োজন করা হবে। এ অঞ্চলের নৃ-জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির এ উৎসব।' 
তার আগে গত শুক্রবার প্রথমবারের মতো চায়ের রাজ্য শ্রীমঙ্গলে বর্ণিল আয়োজনের মাধ্যমে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব মোঃ সিরাজ উদ্দিন মিয়া।
হারমোনি ফেস্টিভ্যালে স্থানীয় ২৬টি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ধারাবাহিক ভাবে তুলে ধরা হয় অনুষ্ঠানের মাধ্যমে। 
এছাড়া প্রায় ৫০টি স্টলের মাধ্যেমে তাদের বিভিন্ন উপকরণ প্রদর্শনীসহ ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের পসরা বসে মেলায়। ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছাস আনন্দের মিলনমেলা লক্ষ্য করা যায়। 
জানা যায়, উৎসবে সবর জনগোষ্ঠী পত্র সওরা নৃত্য ও চড়ইয়া নৃত্যসহ, খাড়িয়া, রিকিয়াসন, বাড়াইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ড, কুর্মী, ভূমিজ, বুনারাজি, লোহার, গঞ্জু, কড়া সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির নৃত্যসহ খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক ডিয়া কেরছা ও মালা পরিধানের মাধ্যমে নাচ-গান, তীর-ধনুক প্রতিযোগিতা, ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক নৃত্য, বেসু নৃত্য, জুম নৃত্য, গ্যারি পুজা, ক্যার পুজা, নক থাপেং মা পুজা, কাদং (রনপা), গারো জনগোষ্ঠীর জুম নৃত্য, আমোয়দেব (পুজা), গ্রীক্কা নাচ (মল্লযুদ্ধ), চাওয়ারী সিক্কা (জামাই-বৌ নির্বাচন), চাম্বিল নাচ (বানর নৃত্য), মান্দি নাচ, রে রে গান,  সেরেনজিং (প্রেম কাহিনীর গান), মণিপুরী জনগোষ্ঠীর রাসলীলা নৃত্য, পুং চলোম নৃত্য (ঢোল নৃত্য), রাধাকৃষ্ণ নৃত্য, এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যসহ তাদের ঐতিহ্য ও বৈচিত্রময় সংস্কৃতি তুলে ধরেন অংশগ্রহনকারীরা। এছাড়াও খাসিয়া জনগোষ্ঠীর পান নিয়ে লাইভ পরিবেশনা, ত্রিপুরাদের কোমর তাঁত, মনিপুরীদের লাইভ তাঁত, চা ও রাবার প্রসেসিং, কিউ থেনেং (তৈলাক্ত বাঁশে উঠার প্রতিযোগিতা), সীয়াট বাটু (গুলতি দিয়ে খেলা) ও কুমারদের লাইভ মাটির জিনিসপত্র প্রস্তুতি করা ছিল উৎসবের অন্যতম আকর্ষণ ছিল।
হারমোনি ফেস্টিভ্যালে শ্রীমঙ্গল ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা অনেকটা চেলেঞ্জ ছিল জানিয়ে সকলের আন্তরিক সহযোগিতায় ট্যুরিজম বোর্ডের এ আয়োজনকে সফল করায় শ্রীমঙ্গলবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।

Side banner