Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

নীলফামারীতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা


দৈনিক পরিবার | মো. মারুফ হোসেন লিয়ন জানুয়ারি ১৩, ২০২৫, ০১:০৭ পিএম নীলফামারীতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

নীলফামারীর সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপ-শাখায় গভীর রাতে নিরাপত্তাকর্মীকে মারধর করে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে উক্ত শাখায় আগুন দেয়, এতে নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে গেছে। গত শনিবার (১১ জানুয়ারি) নীলফামারী সংগলশী কাজীরহাট এলাকায় উত্তরা ইপিজেড উপ-শাখায় মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ব্যাংকের নিরাপত্তা কর্মী মাসুদ রানা বলেন, গতকালকে রাতে আমার শরীর একটু খারাপ ছিল এজন্য ঘুম আসছিলো না। গভীর রাতে পান খেতে বের হই। পান খেয়ে ভিতরে যাই। এর পর আমি ফিরেই বাথরুমে যাই। বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে একজন ব্যক্তি আমাকে আঘাত করে। এর পরে আরো ২জন আসছে এসে আমাকে বাধে। এর পর আমার কাছে লকারের চাবি চায়। আমি না দিলে আমাকে বেধে রেখে অনেক ভয়ভীতি দেখায় এর পর অনেক খোঁজাখুঁজি করে এর পর কোন কিছু না পেয়ে তারা সেখানে আগুন দেয় দিয়ে চলে যায়। আমি যতটুকু দেখতে পেরেছি প্রথমে তারা ক্যাশ কাউন্টারে আগুন দেয়। এরপর আমি আর কিছু বলতে পারি না।
সোনালি ব্যাংক উত্তরা ইপিজেড উপ-শাখার ইনচার্জ আব্দুল মোনায়েম বলেন, রাত আড়াইটার দিকে ভবনের মালিক আমাকে ফোন দিয়ে জানায় যে, স্থানীয় দোকানদার আমাকে জানালো আপনার ব্যাংক থেকে ধোয়া বের হচ্ছে আপনাদের গার্ড রাস্তায় পরে আছে। আমি আমার সিনিয়র স্যারের সাথে পরামর্শ করি। উনি আমাকে ৯৯৯ এর সহযোগিতা নিতে বলেন। আমি ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিস এর সহযোগিতা চাই। আমাদের তেমন কোনো কাগজপত্র নষ্ট হয়নি। উপশাখা সংক্রান্ত কিছু চিঠি পুরে গেছে। আমাদের এই উপ-শাখায় কোনো টাকা থাকে না। সকালে আমরা জেলা থেকে টাকা নিয়ে আসি এবং সারাদিন ব্যাংকিং কাজ শেষে আবার সন্ধ্যায় সেই টাকা জেলা শাখায় গিয়ে জমা দিয়ে আশা হয়। 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ বলেন, এ বিষয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner