শহর দিয়ে ট্রাক চলাচল বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং প্রতিরোধ, বাস কাউন্টারগুলো হাইওয়েতে স্থানান্তর, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা শহরের রেলগেট মোড়ে ‘হৃদয়ে ডোমার’-এর সহযোগিতায় ও নবজাগরণ ডোমারের আয়োজনে নিরাপদ সড়ক ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সোহেল রানা।
এসময় আরও বক্তব্য রাখেন, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, শ্রমিক নেতা জাকিরুল ইসলাম বাবলু, সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম আরেফী প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রশাসনের কাছে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— (১) প্রত্যেকটি স্কুল-কলেজগুলোর সামনের সড়কে জেব্রা ক্রসিং ও ট্রাফিক সংকেত স্থাপন, (২) শহর দিয়ে ১০ চাকা সহ অতিভারী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। রাত ১১টা থেকে সকাল ৬টা অব্ধি ট্রাক চলাচল করতে পারবে, (৩) অটো, সিএনজি, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন যত্রতত্র রাখা যাবে না। এসব যানবাহন পার্কিংয়ের জন্য আলাদা জায়গা করতে হবে, (৪) শ্রমিক কল্যাণের নামে চাঁদা তুলে অর্থ আত্মসাৎ করা ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে, (৫) শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে আশেপাশের বাস কাউন্টারগুলো সরিয়ে অন্যত্র স্থানান্তর করতে হবে, (৬) শহরের ফুটপাত দখলমুক্ত করে সড়কের দুইপাশে গাছ রোপণ করতে হবে, (৭) সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে জনবহুল স্থানে ডাস্টবিন বসাতে হবে, (৮) শালকি নদীর উপরে অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতুগুলো নতুনভাবে নির্মাণ করতে হবে, (৯) প্রত্যেক সড়কে ট্রাফিক সংকেত স্থাপন করতে হবে, (১০) সড়ক সংস্কারের নামে অর্থ আত্মসাৎকারীদের বিচারের আওতায় আনতে হবে, (১১) সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, (১২) সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের জনবল বৃদ্ধি করতে হবে।
মানববন্ধনটিতে সাধারণ জনতা, ছাত্র, শ্রমিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :