কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাক চাপায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারী) সকালে উপজেলার সৈয়দ মাছ-উদ রুমি সেতু সংলগ্ন কাশেমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হয়েছেন উপজেলার কয়া ইউনিয়নের কামার তলা এলাকার মো. মাসুদের ছেলে রাজু (২৪)। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নিহত রাজু সহ ৩ জন ভ্যান যোগে কুষ্টিয়া কাজে যাওয়ার সময় সৈয়দ মাছ-উদ রুমি সেতু সংলগ্ন কাশেমপুর এলাকায় পৌঁছালে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় টিউবওয়েল মিস্ত্রি রাজু ঘটনাস্থলে মারা যান এবং অপর ২ জন মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা ড্রাম ট্রাক চালককে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেন এবং আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলাইমান শেখ জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় একজন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :