Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানুয়ারি ১২, ২০২৫, ০২:১৮ পিএম সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত 

শনিবার দুপুরে সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকুট ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল, অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম তালুকদার, অফিস সম্পাদক সোভন সারোয়ার, সদস্য তানিয়া ইসলাম প্রিয়া, কাউসার হোসেন, আলী আহমেদ হৃদয়, রাকিব হাসান জিসান, খাদিজা আক্তার, সৈয়দ মেহেদী হাসান, আসিফ বাধন, পূজা দেবনাথ, পরিতোষ দেবনাথ, মো. সিজান খান প্রমুখ।

Side banner