Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বাগমারায় কমেছে শীতকালীন সবজির দাম


দৈনিক পরিবার | বাগমারা (রাজশাহী) প্রতিনিধি জানুয়ারি ১০, ২০২৫, ০৬:১৬ পিএম বাগমারায় কমেছে শীতকালীন সবজির দাম

রাজশাহীর বাগমারায় বিভিন্ন বাজারে এক সময় হু হু করে বেড়ে চলেছিলো শীতকালিন সবজির দাম। তবে এখন কমতে শুরু করেছে সবজির বাজার। এছাড়াও লাগামহীন হয়ে পড়েছিলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। তবে এখন সব কিছুই নিয়ন্ত্রণে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে এমন চিত্র দেখা গেছে। আগের তুলনায় এখন সবজির বাজার অনেক কম। কিছু দিন আগে ক্রেতারা ১ হাজার টাকা বাজার করতে হিমশিম খেয়ে যেতো, আর এখন ৪০০ টাকার সবজি কিনলে ব্যাগ ভরে যাচ্ছে।
তাহেরপুর বাজারে বিক্রেতার সাথে কথা বলে এমনটা জানা গেছে। বিক্রেতা মো: আবজাল হোসেন বলেন, আগে সবজির বাজার সব জায়গায় বেশী ছিলো, আর আমরাও কম দামে কিনতে পারিনি, তবে কি করে কম দামে বিক্র করবো। এখন আগের থেকে কম দামে কিনতে পারছি, সেজন্য আমরাও অল্প দামে বিক্রি করতে পারছি, ক্রেতারাও খুশি হয়ে কিনছে।
আরেকটি বিক্রেতা মো: আতাউর রহমার বলেন, এখন সবজির বাজার অনেক কম, তাই আমরা সীমিত লাভে বিক্রি করছি।
এদিকে ক্রেতা মো: মকছেদ আলী বলেন, আগে ১ হাজার টাকার বাজার করলে ব্যাগ ভরতো না, এখন ৪০০ টাকার বাজার করলে ব্যাগ ভরে যাচ্ছে। সাধারণ মানুষ এখন খুব আয়েশ আরামে সব কিছু ক্রয় করতে পারছে। 
এদিকে আরেকটি ক্রেতা মোমিন বলেন, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, পরিবারে লোক সংখ্যাও বেশী, সেসময় বাজার করতে এসে মাথায় হাত দিয়ে ভাবতাম, আর এখন ভাবতে হচ্ছে না, পরিবারের ইচ্ছা মতো বাজার করতে পারছি। তাই বাজার সব সময় এমন থাকলে আমাদের ভালো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালিন সবজি সিম ৩০ টাকা কেজি, টমেটো ৩০ টাকা কেজি, আলু ৪০ টাকা কেজি, বেগুন ৩০ টাকা কেজি, ফুলকপি ১০ টাকা পিচ, গাজর ৫০ টাকা কেজি এবং বিভিন্ন সবজির দাম আগের থেকে এখন অনেক কম বাজার।

Side banner