মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দেখল উত্তরের হিমাঞ্চল খ্যাত পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তাপমাত্রার পারদ নেমেছে ৭ ডিগ্রীর ঘরে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তাপমাত্রা রেকর্ড করেছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
এ পরিস্থিতিতে জেলার দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক এবং কৃষকরা ঠিকমতো কাজ করতে পারছেন না। কনকনে ঠান্ডায় তাদের চলাফেরা কষ্টকর হয়ে উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন, শীতে তাদের হাত-পা অবশ হয়ে যাচ্ছে, ফলে আয়ের সুযোগও কমে যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই শৈত্যপ্রবাহের ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে।
আপনার মতামত লিখুন :