চুয়াডাঙ্গার দর্শনা ছোটশলুয়া গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর রাতে দিবাগত রাতে নিজ নিজ বাড়ী থেকে তাদেরকে আটক করা হয় বলে দর্শনা পুলিশ নিশ্চিত করেছে। এদিকে আটককৃত ৫ জনের মধ্যে ৩ জন ছাত্র হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
জানা গেছে, আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বৃহস্পতিবার ভোর রাতে দর্শনার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫ জনকে আটক করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় একটি এয়ারগান, দুটি হাত কুড়াল ও দুটি ছুরি। পরবর্তীতে আটক ৫ জনকে বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে আটক ৫ জনকে দর্শনা থানায় হস্তান্তর করার সময় যাচাইকালে ছাত্র প্রমাণিত হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়। এছাড়া বাকী দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক দুজন হলেন ছোট শলুয়া গ্রামের কায়েম উদ্দীনের ছেলে বাবুল হোসেন আকাশ (২৮) ও একই গ্রামের জাফর ইকবালের ছেলে রবিউল হোসেন (৪৩)। আটককৃত দুজন দর্শনার আলোচিত যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুনের কর্মচারী বলে একটি সুত্র জানিয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :