Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সুন্দরগঞ্জে আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 


দৈনিক পরিবার | শহিদুল ইসলাম আকন্দ জানুয়ারি ৯, ২০২৫, ০৯:৩০ পিএম সুন্দরগঞ্জে আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ধুবনী কঞ্চিবাড়ী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) হত্যার প্রতিবাদে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 
স্থানীয়রা জানান মৃত আনোয়ারার স্বামী আব্দুর রহমানের সাথে নুরুল আমিন গংদের জমি জমা নিয়ে মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২৯ নভেম্বর নুরুল আমিন গং সঙ্গবদ্ধ ভাবে আব্দুর রহমানের বাড়িতে এসে একটি অতর্কিত হামলা চালায়। এতে আনোয়ারা সহ বেশ কয়েকজন আহত হয়। এরপর চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হয়। 
ওই সময় ডাক্তার বলেন, মাথায় প্রচন্ড আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। 
পরবর্তী সময়ে গত ২৯ ডিসেম্বর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে নিয়ে আসা হলে আঘাত জনিত অবস্থায় গত ৩০ ডিসেম্বর দুপুরে মৃত্যুবরণ করেন। 
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ১ টায় কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের স্কুল মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন আল-আমীন মিয়া, ধুবনি কঞ্চিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান লিটন প্রমুখ।
বক্তারা ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

Side banner