Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে স্কাউটসের পঞ্চদশ ত্রিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন


দৈনিক পরিবার | রিপন আহমেদ রনি  জানুয়ারি ৯, ২০২৫, ০৫:৪৯ পিএম কুড়িগ্রামে স্কাউটসের পঞ্চদশ ত্রিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন

বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম সদর উপজেলার পঞ্চদশ ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫ ও আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা আলোর ভুবন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি সাঈদা পারভীনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন কুড়িগ্রাম  সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। এছাড়া সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান সহকারী শিক্ষক দাসেরহাট উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম। 
সম্মেলনে মোঃ মিজানুর রহমান, উপজেলা একাডেমী সুপারভাইজার, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম। কানিজ আক্তার, সহকারী  উপজেলা শিক্ষা অফিসার কুড়িগ্রাম  সদর কুড়িগ্রাম, কুড়িগ্রাম। সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউট, রংপুর। সহকারী কমিশনার (ভূমি) কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। উপস্থিত ছিলেন।
নতুন কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি খন্দকার খাইরুল আলম, নাজমা বেগম, নুর বখত, মোঃ জুলফিকার আলী, মোঃ ফজলে এলাহী, কমিশনার রোখশানা বেগম, কোষাধক্ষ্য  মোঃরফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক (স্কাউট শাখা) মোঃ মিজানুর রহমান, যুগ্ন দপ্তর সম্পাদক (কাব-স্কাউট) মোঃ রফিকুল ইসলাম, সদস্য গ্রুপ সভাপতি প্রতিনিধি (স্কাউট শাখা) আব্দুল আজিজ সদস্য (গ্রুপ সভাপতি প্রতিনিধি  স্কাউট-শাখা), মোশারফ হোসেন ফারুক সদস্য (গ্রুপ সভাপতি প্রতিনিধি স্কাউট-শাখা), এস এম তৌহিদুজ্জামান সদস্য (গ্রুপ সভাপতি প্রতিনিধি কাব-শাখা) ফেরদৌসী বেগম  সদস্য (গ্রুপ সভাপতি প্রতিনিধি  কাব-শাখা) প্রমুখ। 

Side banner