Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১


দৈনিক পরিবার | ধামরাই (ঢাকা) প্রতিনিধি  জানুয়ারি ৯, ২০২৫, ০৩:২৬ পিএম ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই অংশে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইমারি স্কুলের বই বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে নিহত ১ জন ও আহত হয় ১ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী প্রাথমিক স্কুলের বই বহনকারী একটি ট্রাক ধামরাই থানা রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী আইল্যান্ডকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়, ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়। এ সময় ট্রাকে থাকা প্রাথমিক অধিদপ্তরের ডেলিভারি ম্যান আনোয়ার হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস একটি দল আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
ফায়ার সার্ভিস এর স্টেশন কমান্ডার সোহেল রানা জানান, ঢাকা হতে ছেড়ে আসা আরিচাগামী একটি ট্রাক (কুষ্টিয়া-ট,১১-০৬৫০) নিয়ন্ত্রণ হারিয়ে থানারোড ধামরাই ঢাকা এলাকায় ফুটওভার ব্রিজের  পিলারের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের ড্রাইভার (অজ্ঞাত) ঘটনা স্থলে মারা যায়। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের বই ডেলিভেরি ম্যান আনোয়ার হোসেন গুরুতর আহত হয়। ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এরপর সাভার হাইওয়ে থানার এসআই রন্জুর নিকটে হস্তান্তর করা হয়। গুরুতর আহত ডেলিভারি ম্যান আনোয়ার (৩৫) হোসেনকে উদ্ধার করে ধামরাই  ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

Side banner