পটুয়াখালীর কুয়াকাটা গভীর সমুদ্র থেকে নৌ পুলিশের সহযোগিতায় ১৪ পর্যটক উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ টায় কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির দম্পতি সহ মোট ১৪ জন কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোট ভাড়া নিয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ- পূর্ব দিকে চর বিজয় নামক পয়েন্টে ভ্রমণের উদ্দেশ্যে রওনা করে। তারা দুপুর ১ টার দিকে চর বিজয় পৌছান। ভ্রমণ শেষে বিকেল ৩ টার দিকে চর বিজয় থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফেরার পথে ঘন কুয়াশা ও ইঞ্জিল বিকল হওয়ার কারণে বোট চালক মো. জাকির হোসেন গতিপথ হারিয়ে গভির সাগরে ভাষতে থাকেন। এসময় ডা. গোলাম ইসতিয়াক আবির জরুরী সেবা ৯৯৯ এ কল করে তাদেরকে উদ্ধার করার অনুরোধ করেন। তাৎক্ষণিকভাবে কুয়াকাটা নৌ পুলিশের একটি টিম তাদের উদ্ধার করে কুয়াকাটা সমুদ্র সৈকতে নিয়ে আসেন।
ডা. গোলাম ইশতিয়াক আবির জানান, পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে আসি, আজকে চর বিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিল বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ আমাদেরকে উদ্ধার করে।
এবিষয় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, আমাকে জাতীয় জরুরী সেবা থেকে অবগত করলে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পিডবোটযোগে তাদেরকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই এবং দ্রুত তাদের অবস্থান সনাক্ত করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি। এরূপ তাৎক্ষণিক পদক্ষেপে ১৪ জন পর্যটক নিরাপদে ও সুস্থভাবে ফিরে আসায় তারা সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে পর্যটকেরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।
আপনার মতামত লিখুন :