Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

কুমারখালীতে ৪ ভাটা মালিককে জরিমানা ও মুচলেকা


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানুয়ারি ৮, ২০২৫, ০৭:২৪ পিএম কুমারখালীতে ৪ ভাটা মালিককে জরিমানা ও মুচলেকা

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে ৪ ভাটা মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ড্রাম চিমনি ভেঙে দিয়েছেন আদালত। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেন ভাটা মালিকরা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর পৌণে ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস ও হাঁসদিয়ার এম এস কে -১ এবং চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।
ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতা করেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, থানার উপপরিদর্শক আবু সায়েম প্রমুখ। 
এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৫০ হাজার করে মোট এক লাখ ৫০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ টাকাসহ সর্বমোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, ড্রাম চিমনি গুলো ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেন ভাটা মালিকরা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। 

Side banner