Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

বড়লেখায় ফসলি জমির মাটি কর্তনের দায়ে ৩ জনকে জরিমানা


দৈনিক পরিবার | বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি জানুয়ারি ৭, ২০২৫, ০৮:৩৩ পিএম বড়লেখায় ফসলি জমির মাটি কর্তনের দায়ে ৩ জনকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি (টপ সয়েল) কর্তন ও পরিবহনের দায়ে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫' এবং 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০' এর সংশ্লিষ্ট ধারায় তিন ব্যক্তিকে আটক করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দেখা যায় ভারি যানবাহনে মাটি পরিবহনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ গ্রামীণ রাস্তাঘাট।  মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 
অর্থ-দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের বদরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৫০ হাজার টাকা), উজিরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৮০ হাজার টাকা) ও কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের বশির মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০ হাজার টাকা)। তারা সকলেই ট্রাক্টর ও এক্সেভেটর চালক। 
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, পৃথক আইনে অবৈধভাবে ফসলি জমির মাটি পাচারের দায়ে তিন ব্যক্তিকে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Side banner