Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁর ৯ম বর্ষ পূর্তি উদযাপন 


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি জানুয়ারি ৭, ২০২৫, ০৫:৪২ পিএম স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁর ৯ম বর্ষ পূর্তি উদযাপন 

'অসহায়ত্বের পাশে আছি, পাশে আছি নির্ভয়ে' এই শ্লোগানকে ধারন করে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “রূপসী নওগাঁ” ৯ম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। 
মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সংগঠনের অফিস সংগ্রহ রেস্টুরেন্টে সংগঠনের ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক রোবাইদুল ইসলাম, উপদেষ্টা কাজী কামাল হোসেন, সদস্য হাবিব সহ আরও অনেকে। 
রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ ও সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন বলেন, ৯ বছর ধরে আমরা সমাজের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। গবীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পাঠদান, পথশিশুদের খাদ্য ও শিক্ষা সহায়তা, অসহায় দরিদ্র মানুষদের সহয়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, বয়স্কদের শিক্ষার ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিসহ নানা ধরনের সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছি। যা সম্ভব হয়েছে রূপসী নওগাঁর সাথে জড়িত সকলের প্রচেষ্টায়। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।

Side banner