কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াক এর যৌথ আয়োজনে মাসব্যপি শুরু হচ্ছে ‘কুয়াকাটা পর্যটন মেলা ২০২৫'। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৩টা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ডিসি পার্ক মাঠে শুরু হবে মেলাটি।মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পটুয়াখালীর জেলা প্রশাসক,আবু হাসনাত মোহাম্মদ আরিফিন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার, আনোয়ার জাহিদ, টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার, জিয়াউল আহসান তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্প কমান্ডার,ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী,কুয়াকাটা পৌর প্রশাসক, কৌশিক আহম্মেদ, মহিপুর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ তরিকুল ইসলাম, কুয়াকাটা নৌ-পুলিশ ইনচার্জ, দেলোয়ার হোসেন, কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি, আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামির আমীর, মোঃ শহিদুল ইসলাম, কুয়াকাটা হোটেল মোটেল ওনার অ্যাসোসিয়েশন সভাপতি, এম এ মোতালেব শরীফ, বাংলাদেশ ইসলামী আন্দোলন কুয়াকাটা পৌর শাখার সভাপতি, আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক খান, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াক সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার।
মাসব্যাপি এই মেলা উপলক্ষে থাকছে জমকালো আয়োজন সার্কাস প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট। থাকছে বিভিন্ন পণ্যের স্টল, রাখাইন তাঁত শিল্পের স্টল, রাখাইন পিঠা। হোটেল, মোটেল, পরিবহন ব্যবস্থা ও রেস্তোরাঁর মালিকরাও দিচ্ছে আকর্ষণীয় ছাড়। মেলা উপলক্ষে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে দেখা গিয়েছে আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা।ব্যবসায়ীরা বলছেন এভাবে মেলার আয়োজন করলে কুয়াকাটার প্রতি ট্যুরিস্টদের আকর্ষণ বাড়বে এবং ভালো বেচাকেনা হবে বলে মনে করেন।
আয়োজক কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে মাসব্যাপী এ পর্যটন মেলার উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশের ফ্যামিলি গেস্টদের কুয়াকাটায় আনা মেলার মূল লক্ষ্য। মেলায় সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরণের পণ্যের স্টল থাকবে। এছাড়া কুয়াকাটার অংলকারখ্যাত রাখাইনদের তৈরি পিঠা ও হস্তচালিত তাঁতের তৈরি পোশাকের স্টল রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :