বগুড়ার সোনাতলায় মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন খোকন।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা মহান পেশার সাথে যুক্ত যার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়। তবে গত ৫ই জানুয়ারি রবিবার বাংলা টিভি ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা রিপোর্টার ও সময়ন নামের এক নিউজ প্রোটালে সাংবাদিক ইমরান হোসেন লিখন বিভ্রান্তমূলক অসত্য সংবাদ প্রকাশ করেছে, যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। যেখানে উল্লেখ আছে বগুড়ার সোনাতলায় বিএনপি নেতারা চাঁদা নিতে গিয়ে ব্যাংক ম্যানেজারকে মারধরের হুমকি দেয়। উক্ত সংবাদে আমাকে সহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, ছাত্রদল নেতা আসিফ রেজা নিয়ন এবং সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও সিঙ্গার শো-রুমের ম্যানেজার শহিদুল ইসলাম শাহীনকে জরানো হয়েছে। প্রকৃত ঘটনা হলো, সোনাতলায় অরাজনৈতিক প্রতিষ্ঠান সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমি সহ ২/৩ জন গিয়ে অগ্রণী ব্যাংক ম্যানেজারকে দাওয়াত করি। তখন ব্যাংক ম্যানেজার সি. অফিসার সাজেদুর রহমানের সাথে কথা বলতে বলেন। সে সময়ে প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন তার ব্যবসায়িক টাকা ব্যাংকে জমা দিচ্ছিলেন। এসময় আমরা সাজেদুর এর সাথে দেখা করে চলে আসি। তবে সাংবাদিক লিখন ঘটনাস্থলে উপস্থিত না হয়েই ঈর্ষান্বিত ভাবে শহিদুল ইসলাম শাহীন সহ বিএনপির নেতৃবৃন্দের নাম জড়িয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :