Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

দোয়ারাবাজার সীমান্তে পাচারের সময় ৭টি ভারতীয় গরু জব্দ


দৈনিক পরিবার | মো. শাহীন আলম জানুয়ারি ৬, ২০২৫, ০৮:৩৮ পিএম দোয়ারাবাজার সীমান্তে পাচারের সময় ৭টি ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
সোমবার (৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে বাগানবাড়ী বিওপি। আটক করা গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা দেখানো হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত  দিয়ে ৭টি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। 
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এর  নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে ৭টি ভারতীয় গরু জব্দ  করে বাগানবাড়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আটক গরুগুলো পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

Side banner