Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার


দৈনিক পরিবার | হাবিবুল্লাহ মীর, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  জানুয়ারি ৬, ২০২৫, ০৩:১৪ পিএম পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্র্বূাচলের সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ছোড়া। 
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সকাল সাড়ে ৮ টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থেকে উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছোড়া।
পুলিশ আরো জানান, গতরাতের যেকোন সময় দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় সনাক্তের জন্য সিআিইডি ও পিবিআইকে ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Side banner