Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 


দৈনিক পরিবার | প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২৫, ১২:৩৯ পিএম ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উদ্যোক্তাদের প্লাটফর্ম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌরএলাকার দক্ষিণ সুজাপুরস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নারী সাংবাদিক কংকনা রায়।
এতে সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মুর্তুজান নাহার মিতু, কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা, সদস্য শিরিন শাপলা, উর্মি আক্তার, নিহার বানু, লাভলী বেগম, শিমু আক্তার, রাজিয়া সুলতানা, মৌসুমি প্রমুখ। আলোচনা শেষে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় ।
আলোচনায় বক্তারা বলেন, ফুলবাড়ীতে বহু উদ্যোক্তা তৈরি হয়েছেন। একেক জন একেক পণ্য বা খাবার নিয়ে কাজ করছেন। কিন্তু ফুলবাড়ীতে উদ্যোক্তা থাকলেও উদ্যোক্তাদের কোনো প্লাটর্ফম ছিল না। যার ফলে উদ্যোক্তাদের মধ্যে কোনোপ্রকার যোগাযোগ কিংবা পরিচিতি ছিল না। আমরা উদ্যোক্তারা যে কিছু না কিছু নিয়ে কাজ করছি সেগুলো কোথায় কিভাবে বিক্রি করবো বা কিভাবে নিজেদের পরিচিতির প্রসার ঘটাবো তা জানা ছিল না। কিন্তু ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার গঠনের পরে আমরা উদ্যোক্তারা এক প্লাটফর্মে আসতে পেরেছি। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিজেকেসহ নিজেদের কাজের প্রসার ঘটনাতে পারছি। বর্তমানে বড় বড় সরকারি কর্মকর্তাসহ অনেকেই আমাদেরকে চিনেন, আমাদের কাজ সম্পর্কে জানেন। এতে করে আমাদের তৈরি পণ্য কিংবা খাবার আমরা বিক্রির পথ পেয়েছি। ফুলবাড়ী উদ্যোক্তা পরিবার নামে একটি ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে আমরা আমাদের নিজেদের তৈরিকৃত পণ্য ও খাবারের প্রচার প্রচারণা চালাচ্ছি। আমাদের কাজ কর্ম দেখে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এতে করে উদ্যোক্তাদের একটি বড় প্লাটফর্ম তৈরি হচ্ছে পাশাপাশি তরুণ-তরুণীরা পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হয়ে নিজেদের পড়ালেখার খরচসহ পকেট খরচ বের করতে পারছি।
তারা আরো বলেন, বিভাগ ও জেলা পর্যায়ে উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। কিন্তু আমরা উপজেলা পর্যায়ে যে সকল উদ্যোক্তারা আছি আমরা কোনো সুযোগ-সুবিধা কিংবা প্রশিক্ষণ পাই না। যার ফলে অনেক উদ্যোক্তা ঝরে পড়ে। তাই সরকারে কাছে আবেদন উপজেলা পর্যায়েও উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ আর্থিক সহযোগিতা প্রদান করলে তরুণ-তরুণীরা চাকরির পেছনে না ছুটে নিজেদের স্বাবলম্বী করতে নিজেরাই বেকারদেরকে চাকরি দিতে পারবে।

Side banner