Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

হোমনায় চারকুড়িয়া যুব সমাজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


দৈনিক পরিবার | হোমনা (কুমিল্লা) প্রতিনিধি জানুয়ারি ৫, ২০২৫, ০৬:০৫ পিএম হোমনায় চারকুড়িয়া যুব সমাজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে প্রায় একশত শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার ৫ই জানুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন আছাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শিব্বির আহমেদ মেম্বার, রামকৃষ্ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. এনামুল হক সরকার, এরশাদ আলী মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক, মোহাম্মদ শাহজাহান সরকার, পল্লী চিকিৎসক নাছির উদ্দিনসহ গ্রামের অন্যান্যেরা উপস্থিত ছিলেন
এ সময় বক্তারা বলেন, হতদরিদ্র গরীব-দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক একান্ত দায়িত্ব। 
বক্তারা আরো বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের’ই অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এরূপ জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ও জানান।

Side banner