Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

সৈয়দপুরে বিয়ের ১৭ দিনের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার


দৈনিক পরিবার | মো. মারুফ হোসেন লিয়ন জানুয়ারি ৫, ২০২৫, ০৩:১৩ পিএম সৈয়দপুরে বিয়ের ১৭ দিনের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ির নিজের ঘর থেকে মোছা: মুক্তা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
রবিবার (৫ জানুয়ারি) সকাল সাতটায় সৈয়দপুর শহরের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা সৈয়দপুর শহরের কুন্দল এলাকার মৃত নান্নুর মেয়ে এবং কাজিরহাট এলাকার মোহাম্মদ রানার স্ত্রী। মুক্তা স্থানীয় একটি বিউটি পারলারে কাজ করতেন। এ ঘটনায় মুক্তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত মুক্তার ভাই মো. সাইদুল বলেন, এটি পরিকল্পিত হত্যা। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।
এ বিষয়ে মুক্তার কয়েকজন স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৭ দিন আগে রানার সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই রানা তার স্ত্রী মুক্তার ওপর নির্যাতন শুরু করে। ঘটনার আগের দিন রাতে ঘুমিয়ে পড়েন মুক্তা। পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারে লোকজন। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফইম উদ্দীন দৈনিক পরিবার কে বলেন, বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের বিছানায় গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখি। এরপর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী মোহাম্মদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার স্ত্রী মুক্তাকে শ্বাষরোধে হত্যার কথা স্বীকার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা করা হবে বলে জানান।

Side banner