Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সৈয়দপুর উপজেলা শিক্ষক কর্মচারীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. মারুফ হোসেন লিয়ন জানুয়ারি ৪, ২০২৫, ০৮:১৯ পিএম সৈয়দপুর উপজেলা শিক্ষক কর্মচারীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) সহযোগিতায় “সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ওই সভার আয়োজন করা হয়। 
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন হলে ওই সভা অনুষ্ঠিত হয়।  
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর ডিরেক্টর মো. জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন নীলফামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ও নীলফামারী ক্লাস্টার কমিটির চেয়ারম্যান এবং নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারী মোহাম্মদ গোলাম মোস্তাকিম। 
সভায় বাজেট উপস্থাপনা করেন সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ট্রেজাবার মো. আব্দুর রাজ্জাক রাজু।এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহ-ব্যবস্থাপক ইমরান হোসেন, কিশোরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও রাঁধারাণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুরে আলম সিদ্দিকী, নীলফামারীর কাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, সৈয়দপুর কামারপুকুর কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লোকমান হাকিম লিটন, সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান ও সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কিলকিছ বানু প্রমুখ।
সভায় সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিপুল সংখ্যক সদস্যসদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Side banner