Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
বিএনসিসির

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কবর জিয়ারত


দৈনিক পরিবার জানুয়ারি ৩, ২০২৫, ০৭:৩৮ পিএম ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কবর জিয়ারত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। 
শুক্রবার দুপুর ১২টায় সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে প্রয়াত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের বাসভবনের পার্শ্ববর্তী কবর জিয়ারত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক লুৎফর রহমানের পুত্র সমাজসেবক আবু রাহান তিতু।
ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান জানান, একঘেয়েমি ভাব কাটিয়ে তুলতে রোমাঞ্চকর ক্যাম্প হিসেবে এবার সুন্দরবনকে বেছে নেওয়া হয়েছে। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন স্থান পরিদর্শন শেষে আগামী ৫ তারিখে সুন্দরবন থেকে ফিরে আসা হবে।

Side banner