ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে শুক্রবার (৩ ডিসেম্বর) প্রতীতি সংগীত নিকেতন এ ভর্তি উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশেক এমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজানচর কংশ নারায়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর, দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. স্বপন মিয়া, কবি ও ছড়াকার কবির হুমায়ুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি শামীম নূর ইসলাম, ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক সাংবাদিক আলমগীর হোসেন, চরশিবপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জয়িতা ২০২৪ মমতাজ বেগম, জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মোঃ শাকীরুন মিয়া প্রমূখ।
বক্তারা সাধারণ শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সংগীত চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। দেশের তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে সংগীতের বিকল্প নাই। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সংগীত প্রতিষ্ঠানটি অধ্যক্ষ আবু হানিফ ও প্রশিক্ষক রোকেয়া বেগম মিনার পরিচালনায় সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে অবদান রেখে আসছে। বক্তাগণ প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :