Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি জানুয়ারি ৩, ২০২৫, ০৩:১৭ পিএম ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

ওয়াকাথন, মুক্তআড্ডা, বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসে এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ওয়াকাথন বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক ধরে রেলস্টেশন বাজার প্রদক্ষীণ করে কলেজ রোড হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকাথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহউদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিগণ।

Side banner