নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলা গেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুর হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর আহবায়ক আব্দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :