Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

রাণীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন 


দৈনিক পরিবার | রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানুয়ারি ৩, ২০২৫, ০২:০৭ পিএম রাণীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন 

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২ জানুয়ারি ) সরকার ১০ টায় জাতীয় সমবায় দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে এ দিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের মূল শহর প্রদক্ষিণ করে। পরে সমাজসেবা অফিসার আব্দুর রাহিমের সভাপ্রধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলার সাবেক নায়েবে আমীর মিজানুর রহমান মাষ্টার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সমন্বয়ক তরিকুল ইসলাম তারেক, জুলাই কন্যা অরিণ ফারুকী প্রমুখ। 
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকতা, রাজনৈতিক-সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা, ভাতাভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Side banner