সারা দেশের মতো রাউজানেও বেড়েছে শীতের প্রকোপ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের কাপড়ের চাহিদা। রাউজানের অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানে জমে ওঠেছে শীতের কাপড়ের বেচাবিক্রি। শীতের তীব্রতার সাথে সাথে দোকানে বিক্রি বেড়েছে দ্বিগুণ।
সরেজমিনে রাউজানের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে ঘুরে এই দৃশ্য দেখা যায়। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ শীতের কাপড় ও কম্বল কিনতে ভিড় জমাচ্ছে রাউজানের হাট বাজার ও বিভিন্ন স্পটে স্তুপ করে রাখা শীতের কাপড়ের ভাসমান দোকানে।
রাউজানের হাট বাজার, ষ্টেশনের ফুটপাতে ভাসমান হকারদের কাছেই শীতের কাপড় কিনতে বেশি ভিড় করছে ক্রেতারা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিক্রি দ্বিগুণ হয়েছে। কয়েকজন বিক্রেতার সাথে কথা হলে তারা বলেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কাপড় বিক্রিও বেড়েছে। তবে বেশি চাহিদা রয়েছে কম্বল, সুয়েটার, জ্যাকেট, ছোট বাচ্চাদের গরম কাপড়।
দক্ষিণ রাউজান নোয়াপাড়া বাজারের ভাসমান শীতের কাপড়ের দোকান থেকে কাপড় ক্রয় করতে আসা এক ক্রেতা বলেন, মার্কেট থেকে এইখানে দাম কম, তাই কম দামে কিছু গরম কাপড় কিনলাম।
আপনার মতামত লিখুন :