Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

পরকিয়ার জেরে চা বিক্রেতার আত্নহত্যা


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানুয়ারি ১, ২০২৫, ০৯:৫৫ পিএম পরকিয়ার জেরে চা বিক্রেতার আত্নহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে পরকিয়ার জেরে চা বিক্রেতার আত্নহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া ক্লিকমোড় চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করেছেন নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে শামীম হোসেন (৩৫)। পেশায় তিনি চা বিক্রেতা ছিলেন।
নিহত শামীমের স্ত্রী জানান, দীর্ঘদিন যাবত তার স্বামীর সাথে মুক্তি নামের নারীর পরকিয়ার সম্পর্ক ছিলো। বর্তমানে তার স্বামী সবসময় বিষাদগ্রস্ত থাকতো। হয়তো মুক্তির সাথে সম্পর্কের অবনতির কারণে তার স্বামী এমন আচরণ করতেন বলে জানান। গতরাতে তার স্বামী বাড়িতে না আসলে খোঁজ নিয়ে কোন সন্ধান পাননি। সকালে তার ৮ বছর বয়সী ছেলে চায়ের দোকান খুলে বাবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে কুমারখালী থানা পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধার করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ জানান, একজন চা বিক্রেতার মরদেহ চায়ের দোকান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে কুমারখালী থানায় ইউডি মামলা হয়েছে।

Side banner