Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

আর টিভিতে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


দৈনিক পরিবার | এ সালাম চান তরফদার জানুয়ারি ১, ২০২৫, ০৪:২০ পিএম আর টিভিতে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত বছর ২২/১২/২০২৪ ইং তারিখে বৃদ্ধের বাড়ি ভাংচুর দখল শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিক বাগুন্তা গ্রামের হেলালুর রহমান খান।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ঘাটাইল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি জানান, ঘাটাইল থানাধীন মুরাইদ মৌজায় প্রকৃত মালিকের কাছ থেকে ০৯/০৭/২০০৩ সালে  ৪১৬৩ নং সাব কওলা দলিল মুলে ১৯২শতাংশ ২৭/২/২০০৭  সালে ৬৭২ নং সাব কওলা দলিল মুলে ৫৬ শতাংশ ২৯/১২/২০০৯ সালে ৭৭৪৯ নং সাব কওলা দলিল মুলে ৪২শতাংশ এবং ৭/৮/২০১৭ সালে ৪৮৩৫ নং সাব কওলা দলিল মুলে ২০শতাংশ ৩.১০একর জমি ক্রয় করি। যা আমি জমির নাম জারি ও খাজনাদি হালনাগাদ পর্যন্ত পরিশোধ করে আসছি। হঠাৎ আমার ভোগ দখলকৃত জমি রমজান আলী ও তার দলবল নিয়ে মালিকানা দাবী করে! আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদটি প্রচার করা হয়েছে! এটি একটি ষড়যন্ত্রমূলক অপচেষ্টা। আমাকে নাজেহাল করতে এমনটি করেছে। তাই আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

Side banner