Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

নীলফামারীতে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ১২.৪ ডিগ্রি


দৈনিক পরিবার | মো. মারুফ হোসেন লিয়ন জানুয়ারি ১, ২০২৫, ০১:৫১ পিএম নীলফামারীতে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ১২.৪ ডিগ্রি

দিন দিন উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। শীতের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। গত এক সপ্তাহজুড়ে উত্তরের জেলা নীলফামারীতে তাপমাত্রা ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। 
বুধবার (১ জানুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিসে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র শীতের কারণে মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। সকালে ঘন কুয়াশার কারণে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।এদিকে শীত ও কুয়াশার কারণে শ্রমজীবী গ্রামের নিম্নআয়ের লোকজন বিপাকে পড়েছেন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা কাবু হয়েছেন বেশি। শীত নিবারণে অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত উষ্ণতা অনুভব করার চেষ্টা করছেন। অপরিদকে তীব্র শীতের কারণে জেলা উপজেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিন থেকে দুপুরের পরে আকাশে সূর্য দেখা দিলেও নেই কোনো উত্তাপ। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমিকসহ খেটে খাওয়া মানুষেরা। 
রিকশাচালক জাফর আলী (৫৫) বলেন, ঠান্ডাত মরি যাইছি ব্যাহে। হামার পেকে কাহো দেখে না। যে ঠান্ডা পইরছে, তাতে রিকশা চালাও কঠিন। হাত-পাও অবশ হয়া যায়ছে। পৌরসভায় মেয়র ও কাউন্সিলর নাই, হামার খবরও কায়ো, নেয় ছে না বাবা। 
নীলফামারী সদরের কৃষক আলামিন ইসলাম বলেন, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীত একটু বেশি অনুভব হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে মাঝে মধ্যে দেখা মেলে সূর্যের। 
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, বুধবার সকাল ৬টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমে শীত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নীলফামারী জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলার হতদরিদ্র মানুষের জন্য সর্বমোট ১২শ' কম্বল বরাদ্দ রয়েছে, প্রতিটি উপজেলার জন্য ৩ লক্ষ করে মোট ১৮ লক্ষ নগদ অর্থ বরাদ্দ রয়েছে। এসব বিতরণ কার্যক্রম চলমান আছে। 

Side banner