গাইবান্ধার সদর উপজেলার কামারজানিতে বালু মহল পুনঃবহালের দাবিতে গাইবান্ধার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করেন কামারজানীর এলাকার বাসিন্দারা।
স্মারকলিপি প্রদান শেষে এলাকাবাসীর পক্ষে রানা মিয়া সাংবাদিকদের জানান, গাইবান্ধায় বালু মহল খুবই জরুরি। বালু মহল না থাকায় কারণে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অন্যদিকে এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে বৈধ বালু না থাকার কারণে। অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বেড়ে গেছে। এলাকার উন্নয়নের স্বার্থে বৈধ বালু মহল থাকা খুবই জরুরি।
উল্লেখ্য একটি কুচক্রী মহল সরকারি জমি দখল করে বালু উত্তোলন ও সরকারি বালু মহল বন্ধের দাবিতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে বালু মহল বন্ধের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :