Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

জমির টপসয়েল কাটার দায়ে ৩ জনকে জরিমানা, গাড়ি জব্দ


দৈনিক পরিবার | মো. মিজান ডিসেম্বর ৩১, ২০২৪, ০২:৫৮ পিএম জমির টপসয়েল কাটার দায়ে ৩ জনকে জরিমানা, গাড়ি জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমির টপসায়েল কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাটির টপসায়েল কাটার দায়ে ৩ জনকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৪টি গাড়ি জব্দ করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ এনামুল হাসান।
অভিযান কালে বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ এনামুল হাসান জানান, লোহাগাড়ায় কোন ধরনের মাটি, পাহাড় কাটা ও বালু উত্তোলনে ছাড় নেই। উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। গভীর রাতে অভিযান পরিচালনা করে মাটির টপসয়েল কাটার দায়ে উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজন এরশাদ হোসেনকে ২ লক্ষ টাকা, পদুয়াই জুনাইদকে ৫০ হাজার টাকা, আমিরাবাদে আব্দুল মমিনকে ২ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং রাজঘাটা ও পদুয়া থেকে ডাম্প ট্রাক ও গাছের গাড়ি আটক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। 

Side banner