Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বদলগাছীতে ট্রলি পিকাপ সংঘর্ষে প্রাণ গেল কিশোরের


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:৩৯ এএম বদলগাছীতে ট্রলি পিকাপ সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

নওগাঁর বদলগাছীতে ট্রলি ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে রিপন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন (১৭) এর বাড়ি বদলগাছীর পালশা গ্রামে। কিশোর রিপন ট্রলির হেলপার ছিল। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পিকাপটি দুমড়ে মুচড়ে গেছে।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বেলা ১টার দিকে ট্রলি এবং ছোট পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Side banner