Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পুকুরে


দৈনিক পরিবার | শাহিন নুরী ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:১৩ পিএম গোবিন্দগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পুকুরে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে ধলু শেখ নামের এক অন্ধ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আব্দুল মজিদের পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধলু শেখ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের ময়নুদ্দীন শেখের ছেলে। 
স্থানীয়রা ও পরিবারের লোকজন জানান, ধলু শেখ পেশায় একজন ভিক্ষুক ও চোখে কম দেখতেন। গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়ার সংবাদে স্বজনরা এসে তার মরদেহ শনাক্ত করে। তাদের ধরণা অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে এসে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Side banner