কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে গরুর গোয়ালে আগুন লাগানোর ঘটনায় গৃহকর্তা অগ্নিদ্বগ্ধ ও তিনটি গাভীর একটি আগুনে পুড়ে মারা গেছে। অপর দুটি অগ্নিদ্বগ্ধ হয়েছে বলে জানা গেছে। রবিবার রাতে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদ্বগ্ধ হয়েছেন গৃহকর্তা মনিরুল ইসলাম।
ভুক্তভোগী মনিরুল ইসলামের ভাই জনিরুল ইসলাম জানান, কয়েকদিন আগে তাদের বাড়িতে গরুর দুগ্ধ দোহনের সময় প্রায় ১০ কেজি দুধ পরে গেলে দুগ্ধ দহনকারী আরিফুল নামের ব্যক্তির সাথে তার মায়ের বাগবিতন্ডা হলে আরিফুল হুমকি প্রদর্শন করে। রবিবার রাতে হঠাৎই গরুর গোয়ালে আগুন লেগে গেলে দুধ দেওয়া গাভীটি আগুনে পুড়ে মারা যায় এবং অপর দুটি গাভী মারাত্মক ভাবে অগ্নিদ্বগ্ধ হয়। আগুন লাগার পর তার ভাই মনিরুল গোয়াল থেকে গরু বের করতে গিয়ে মারাত্নকভাবে আহত হন। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, আরিফুল পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ায় এমন ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। তিনি কুমারখালী থানায় লিখিত এজাহার দিবেন বলে জানান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলাইমান শেখ জানান, গোয়ালে আগুন লাগার বিষয়টি তিনি অবগত। আগুন নেভানোর কাজে কুমারখালী থানা পুলিশ সহায়তা করেছেন। শত্রুতাবশত আগুন লাগানোর বিষয়ে এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :