এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এমন স্লোগান নিয়ে সকাল সাড়ে ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন শিকদার, ভূমি সহকারী কমিশনার ইমাদুল হোসেন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান।
আলেচনা সভায় ইসমাইল হোসেন সিকদার বলেন, দীর্ঘ ১৭ বছরের পটপরিবর্তন করে এদেশের তারুণ্যের শক্তি, সাধারণ ছাত্র জনতার উদ্যোগী চেতনায় একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত বাংলাদেশ পেলাম। সমৃদ্ধির লক্ষ্যে এই নতুন বাংলাদেশকে প্রস্তুত করতে হবে, পরিবর্তনের পথে এগিয়ে যেতে হবে। এদেশের তরুণ সমাজ জুলাই অভ্যুত্থান এর নেতৃত্ব দেয়, যা বাংলাদেশকে একটি স্বৈরাচারী শাসক হতে মুক্ত করে ও আগামীতে টেকসই অগ্রগতি ও সাম্যের বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপন করবে।
আলোচনা সভার শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, নতুন বাাংলাদেশ গড়ায় এদেশে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। যা আজ সারা বিশ্বের তরুন সমাজ অনুকরণ করছে। আগামী দিনগুলো পরিচালনা করবে এদেশের তরুণ সমাজ। বর্তমানে বাংলাদেশ সরকার পরিচালনা করছে তরুণ সমাজ। তরুণরা ভাঙতে পারে, তরুণরা গড়তে পারে, তরুণরা সবকিছু করতে পারে। যেহেতু বিপ্লব তারা করেছে সেহেতু, এদেশের অগ্রধিকার তরুণরাই পাবে । অগ্রধিকার প্রাপ্য তরুণরাই। সরকার মনে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে তরুণরা নেতৃত্ব দেবে ও রাষ্ট্রের বিভিন্ন কাজে তরুণদের সমৃদ্ধ করবে।
পরিশেষে তিনি বলেন, তারুণ্যের এই উৎসব চলবে দুই মাস ব্যাপি। এই উৎসবের মাধ্যমে বিভিন্ন কাজ পরিচালিত হবে।
তারুণ্য উৎসব র্যালিতে সাধারন ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন :