শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শেরপুর সদরের ভাতশালা জোড়া পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক ও শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জুবায়দুল আলম বলেন, রবিবার সাড়ে এগারোটার দিকে নকলা থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস রিফাত পরিবহন শেরপুর জেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চারিত অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ ঘটনাস্থলেই ৫ যাত্রী মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, বাস থানা হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :