Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সরিষাবাড়ীতে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ডিসেম্বর ২৬, ২০২৪, ০৭:৩২ পিএম সরিষাবাড়ীতে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে খাদ্য গুদাম চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএন ও) অরুণ কৃষ্ণ পাল।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ১৪  টন ধান এবং চাল কল মালিকদের কাছ থেকে ৪৭ টাকা কেজি  দরে ৬শ ৭৪ টন চাল সংগ্রহ করা হবে। তবে একজন কৃষক ও ডিলার সর্বোচ্চ ৩ টন ধান ও চাল দিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম ও ধান ও চাল কল  মালিক আনোয়ার উস ছাদাত লাঞ্জু, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Side banner