জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে খাদ্য গুদাম চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএন ও) অরুণ কৃষ্ণ পাল।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ১৪ টন ধান এবং চাল কল মালিকদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে ৬শ ৭৪ টন চাল সংগ্রহ করা হবে। তবে একজন কৃষক ও ডিলার সর্বোচ্চ ৩ টন ধান ও চাল দিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম ও ধান ও চাল কল মালিক আনোয়ার উস ছাদাত লাঞ্জু, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :