Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

গাংনীতে ব্যবসায়ীর দোকানের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম ডিসেম্বর ২৬, ২০২৪, ০৭:১৮ পিএম গাংনীতে ব্যবসায়ীর দোকানের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে দু'টি বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া দয়েরপাড়া গ্রামের আশরাফুলের ছেলে রতন আলীর (৩৫) মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। 
স্থানীয় জানান, রতন আলীর দোকানের সামনে মশারির জালের ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে এমন সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দু'টি বৌমার সাদৃশ্য বস্তু রয়েছে। 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দু'টি  উদ্ধার করে। এ ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে।
রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের দরজার সাথে একটি মশারির ব্যাগের মধ্যে দুটি বোমা সাদৃশ্য বস্তু রয়েছে। বিষয়টি দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা সাদৃশ্য বস্তু দু'টি  উদ্ধার করে। এই ঘটনায় আমরা পরিবারের সকলে আতঙ্কে রয়েছি। 
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মুদি দোকানের সামনে দুটি বোমা সাদৃশ্য বস্তু রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমা সাদৃশ্য বস্তুটি রেখে যেতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Side banner