Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাগমারায় তেলের ট্রাকে বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই


দৈনিক পরিবার | বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২৪, ১০:৩৩ পিএম বাগমারায় তেলের ট্রাকে বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই

রাজশাহীর বাগমারায় একটি তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনায় আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তাহেরপুর বাজারে আলিফ নামে এক ব্যবসায়ী ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। এদিন বিকেলে ওই দোকানে পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক তেল দিচ্ছিল। এ সময় হঠাৎ ট্রাকটিতে আগুন লেগে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, ফায়ার স্টেশনের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে পুড়ে যায়।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।

Side banner