Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খোকসায় শেষ হলো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান


দৈনিক পরিবার | মো. সবুজ আলী ডিসেম্বর ২২, ২০২৪, ০২:১৫ পিএম খোকসায় শেষ হলো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কুষ্টিয়ার খোকসায়, খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এই অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ১১ঃ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর শিল্প গোষ্ঠী সহ কুষ্টিয়া, খোকসা, রাজবাড়ীর শিল্পী বৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, মুনায়েম বিল্লাহ, মাহবুব মুকুল সহ আরো অনেকে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ অতিরিক্ত জেলা প্রশাসক কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, আব্দুল খালেক সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল, খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, খোকসা থানা মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার মোঃ আলাউদ্দিন খান, খোকসা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ রেমিটেন্স প্রেরণকারী মো: আনোয়ার খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো: সাইফুল ইসলাম।

Side banner