Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মহিপুরে মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আবদুল্লাহ মানিক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২৪, ১২:১৭ পিএম মহিপুরে মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত

পটুয়াখালীর মহিপুরে উৎসবমুখর পরিবেশে মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে অটোরিকসা প্রতীক নিয়ে আঃ সালাম সরদার ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে গোলাপ ফুল প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় মৎস্য মালিক সমিতির অফিসে ভোট গ্রহণ শুরু হয়ে  বিকাল ৪ টায় শেষ হয়।
জানা গেছে, নির্বাচনে ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের ৯ সদস্যের ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। মোট ভোটারের সংখ্যা ছিল ৬০৭ জন। 
এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ২ জন করে প্রার্থী ছিলেন।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে মৎস্য মালিক সমিতির অফিস প্রাঙ্গণ যেনো এক উৎসবে পরিনিত হয়। মৎস্য শ্রমিকদের উৎসাহ উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হয়। প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা।
ভোটার রাকিবুল শিকদার বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পেরেছি। এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
নবাগত সভাপতি আব্দুস সালাম সরদার বলেন, আমি অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছি। ভোটাররা আমাকে যোগ্য মনে করে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।
উল্লেখ্য, মৎস্য শ্রমিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০০০ সালের মে মাসে মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতি ৩ বছর পরপর সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়।

Side banner