বাংলাদেশ রেলওয়ের দেড়’শ বছরের ইতিহাসের সাথে পাকশীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা দেশ পেরিয়ে বিদেশেও পাকশীর ঐতিহ্যকে তুলে ধরে রেলওয়ে শহরকে সমৃদ্ধ করেছেনে এবং রেলওয়েকেও নানাভাবে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
শনিবার বিকেলে পাকশী চন্দ্রপ্রভাবিদ্যাপীঠের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শর্তবর্ষপূর্তি অনুষ্ঠানের আহবায়ক গোলাম মোস্তফা রবির সভাপতিত্বে শর্তবর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত জিএরম আহমেদ হোসেন মাসুম, শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সদস্য সচীব বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী খান মঞ্জু, এলাকার কৃতিসন্তান ও পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ও সচীব আমিনুল আহসান কামাল, ডিআর এম,শাহ সুফি নুর মোম্মদ, বিভাগীয় প্রকৌশলী টু বীরবল মন্ডল, বিভাগীয় প্রকৌশলী এক ডিএসটিই এম,এম,রাজিব বিল্লাহ, লায়ন আবুল বাশার,সহ অন্যান্য রেলওয়ে পাকশী বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতে সুরে জাতীয়সহ অন্যান্য পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।
এর আগে রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন, ঈশ্বরদী লোকোসেড, ক্যারেজ ডিপো, স্টেশন, হার্ডিঞ্জ ব্রীজ পরিদর্শন এবং দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রীজ নির্মানেরস্থান পরিদর্শন শেষে দায়িত্বরত কন্ট্রোলারদের নানা সমস্যার খোজখবর নেন।
ডিআরএম এর সম্মেলন কক্ষে পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী জোন ও পাকশী বিভাগীয় প্রধানদের নিয়ে সরকারের নির্দেশনা মতে যাত্রী সেবার মানোন্নয়নে অনুষ্ঠিত মত বিনিময় সভায় রেলসেবাকে আরও গতিশীল করতে নানা দিক নির্দেশনা প্রধান করেন তিনি।
আপনার মতামত লিখুন :